কক্সবাজার ইছলাহুল উম্মাহ মডেল মাদরাসায় 'সবক প্রদান' অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ আগস্ট) বিকালে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন ক্যাম্পাসে ১৬ ছাত্রকে সবক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাবাজার মাদরাসা জায়েদ বিন সাবিতের পরিচালক হাফেজ মুবিনুল হক।
ইছলাহুল উম্মাহ মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারী আলমগীর হোছাইনের সভাপতিত্বে সবক প্রদান অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রামু খুনিয়া পালং বড়ডেবা জামে মসজিদের খতীব মাওলানা জুনাইদ আল কাসেমি।
বিশেষ অতিথি ছিলেন, শানে সাহাবা খতীব কাউন্সিল কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব ও পাহাড়তলী বায়তুল ফালাহ জামে মসজিদের খতীব মাওলানা জিয়াউল হক, অভিভাবকদের মধ্যে টেকনাফ রঙ্গিখালী মাদরাসার আরবি প্রভাষক এএম ফোরকান, মোঃ রাসেল।
এছাড়া মাদরাসার শিক্ষক হাফেজ আবদুল্লাহ আল নাহিন, হাফেজ জুনাইদ, মাস্টার বেলাল উদ্দিন, মাস্টার গিয়াস উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সবক গ্রহণকারীরা হলেন, হিফজ বিভাগের ফাহিমুল আশরার সাফি, ইয়াসির আলম জীম, রাকিবুল হাসান সাকিব, নাজেরা বিভাগের ছুয়াদ বিন রাফি, হামিউল ইসলাম, আয়ান মোস্তফা, আব্দুল্লাহ বিন মান্নান, আবু বকর সিদ্দিক, আজাদ, ইমরান, তামিম, রাশেদুল ইসলাম রিমন, সাফওয়ান ফারুক আবিদ, আশরাফুল ইসলাম সাঈদী, আল-নাহিয়ান আনোয়ার ও সাইদুল ইসলাম তাসকিন।