আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

কক্সবাজারে ৬৮টি আবাসিক হোটেলকে আশ্রয়কেন্দ্র ঘোষণা

ইমাম খাইর, কক্সবাজার | প্রকাশের সময় : শনিবার ১৩ মে ২০২৩ ০৮:২৯:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

 

কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের ৬৮টি আবাসিক হোটেল ও গেস্ট হাউসকে আস্থায়ী আশ্রয়কেন্দ্র ঘোষণা করেছে কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউজ মালিক সমিতি। শনিবার বেলা ৪টা পর্যন্ত ৫শতাধিক মানুষ বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান গ্রহণ করেছে।  সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, প্রকৃতিক দুর্যোগ থেকে মানুষের জানমাল রক্ষায় আমরা হোটেল মালিকপক্ষ মানবিক বিবেচনায় হোটেলসমূহ উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছি। ইতোমধ্যে ডায়মন্ড প্যালেস এন্ড গেস্ট হাউজ, জিয়া গেস্ট, তাহের ভবন, ওয়েল পার্কসহ অনেকে হোটেল পরিপূর্ণ হয়ে গেছে। বাকি হোটেলসমূহেও মানুষ ওঠছেন।  তিনি বলেন, প্রথমে ১ ফ্লোর দেওয়ার চিন্তা করেছিলাম। পরে সিদ্ধান্ত হলো, প্রয়োজনে পুরো হোটেলই অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হবে।  হোটেল আইল্যান্ডিয়ার স্বত্বাধিকারী নুরুল কবির পাশা বলেন, প্রকৃতিক দুর্যোগ সবার উপর হতে পারে। এই মুহূর্তে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসা উচিৎ।  দুর্গতদের জন্য আমি বিভিন্ন প্রকার শুকনো খাবার মওজুদ করে রেখেছি।  তিনি বলেন, কক্সবাজার আমাদের সবার। এখানে শুধু প্রশাসন কাজ করবে, এমন নয়। যে যার অবস্থান থেকে এগিয়ে আসা দরকার।