কক্সবাজার শহরের চিহ্নিত মাদক পল্লী
রাখাইনপাড়ায় অভিযান চালিয়ে ৪২ লিটার চোলাই মদ, নগদ টাকা, মদ পানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
১৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে পৌরসভাধীন ৮নং ওয়ার্ডস্থ বৌদ্ধ মন্দির ক্যাং পাড়ার মৃত ফোথেন রাখাইনের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় ১২জনকে গ্রেফতার করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ।
তিনি জানান, ফোথেন রাখাইনের বসতবাড়ি চিহ্নিত মাদক কারবারিদের আস্তানা। সেখানে প্রতিদিন মাদকের আসর বসে। সঠিক তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির নিচতলা থেকে ৪২ লিটার চোলাই মদ, নগদ ৩,০৮০ টাকা ও চোলাই মদ পানে ব্যবহৃত ১০টি ছোট গ্লাস উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা মিসান রাখাইন ও মাখিন রাখাইন প্রকাশ মাখিং এর সহায়তায় জেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবৎ চোলাই মদ বিক্রি করে আসতেছে। তাদের এজেন্টের মাধ্যমে কক্সবাজার জেলায় আগত পর্যটকদের নিকট দীর্ঘদিন যাবৎ চোলাই মদ বিক্রি করে।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির ওসি।