কক্সবাজারে ভূমিকম্পের উদ্ধার অভিযান পরিচালনা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) সকালে শহরের অভিজাত হোটেলের হলরুমে অংশীজনের সমন্বয়ে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর চেয়ারম্যান কমডোর (অব.) মোহাম্মদ নুরুল আবছার।
তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে মধ্যে ভূমিকম্প অন্যতম। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে সচেতনতা জরুরী। আত্মরক্ষায় সক্ষমতা তৈরী করতে হবে। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বাড়াতে হবে মনে করেন কউক চেয়ারম্যান।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে ৪৫ লাখ আনসার রয়েছে। তাদের যদি স্বেচ্ছাসেবক হিসেবে ব্যবহার করা যায়, তবে ভূমিকম্পের উদ্ধার অভিযান সহজ হবে। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা চিকিৎসকদের যুক্ত করা হলে বিরাট ক্ষতির আশঙ্কা থাকবে না। ভূমিকম্পে ভবিষ্যতে বড় ধরণের ক্ষতি থেকে রক্ষা পেতে আমরা রিচার্স করে যাচ্ছি।’
কউক সচিব আবুল হাসেমের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে ইউএনডিপি’র উদ্যোগে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপি’র ন্যাশনাল কনসালটেন্ট আতিকুল হক।
অন্যান্যদের মধ্যে কউক সদস্য (প্রকৌশল) লে. কর্নেল তাহসিন বিন আলম, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের নির্বাহী প্রকৌশলী ও কক্সবাজারের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।