আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

কক্সবাজারে দৈনিক ইত্তেফাকের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর ২০২৩ ১১:৩৪:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

'অসি অপেক্ষা মসী শক্তিশালী' এর জলন্ত সাক্ষ্য দৈনিক ইত্তেফাক। বায়ান্নের ভাষা আন্দোলন হতে স্বাধীনতা সংগ্রাম ও পরবর্তী বাংলাদেশের ধারক হয়ে ৭১ বছর ধরে চলমান সময়ের সাক্ষি হয়ে আছে এ গণমাধ্যমটি। জন্ম থেকে ইত্তেফাকের ধারাবাহিক বস্তুনিষ্টতা, আপোষহীন লেখনিতে গণমানুষের কথা-ই তুলে ধরেছে। এতে সমৃদ্ধ হয়ে আসছে প্রজন্মের পর প্রজন্ম। স্বাধীনতা সংগ্রামে মাঠে যুদ্ধ চলেছে অস্ত্রের, আর মিডিয়ায় কলমের যুদ্ধ চালিয়েছিলো 'ইত্তেফাক'। 

 

বর্তমান প্রজন্মের সাংবাদিকরাও ইত্তেফাকের সেই ধারায় সত্য-সংগ্রামের লক্ষ্যে কাজ করে 'বাংলাদেশকে সবসময় জয়ী' করবে এমনটি প্রত্যাশা আমাদের।

 

কক্সবাজারে দেশের প্রাচীনতম দৈনিক ইত্তেফাক'র ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সুধী সমাবেশে বক্তারা এসব কথা বলেছেন। 

 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে ইত্তেফাক'র কক্সবাজার জেলা প্রতিনিধি সায়ীদ আলমগীরের সভাপতিত্ব ও  দৈনিক কালবেলা'র কক্সবাজার প্রতিনিধি ওয়াহিদ রুবেলের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কক্সবাজার পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি হিসেবে সদ্য পদোন্নতি পাওয়া) মো. রফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস, প্রথম আলো'র কক্সবাজার অফিস প্রধান আবদুল কুদ্দুস রানা, দৈনিক সমুদ্রকন্ঠের সম্পাদক মঈনুল হাসান পলাশ, দৈনিক সকালের কক্সবাজারের সম্পাদক ফরহাদ ইকবাল।

 

বক্তারা, স্বাধীনতার মুল লক্ষ্যে পৌঁছাতে ইত্তেফাক যেভাবে শক্তিশালী ভূমিকা রেখেছে, তেমনটি করে, জাতির পিতার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও দৈনিক ইত্তেফাক লেখনির মাধ্যমে সারথি হবে-বলে আশাবাদ ব্যক্ত করেন। 

 

এসময় দৈনিক কক্সবাজার প্রতিদিন পত্রিকার নির্বাহি সম্পাদক মিজবাহ উদ্দিন, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মানবজমিনের স্টাফ রিপোর্টার রাসেল চৌধুরী, বাংলাভিশনের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার এম আর খোকন, প্রতিদিনের বাংলাদেশ'র কক্সবাজার প্রতিবেদক নুপা আলম, ডেইলি সানের কক্সবাজার প্রতিনিধি নেছার আহমদ, বাংলা টিভির আমিনুল হক আমীন, দৈনিক কক্সবাজার সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক এম আমান উল্লাহ আমান, দৈনিক আলোকিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার কক্সবাজার এইচ এম সেলিম উল্লাহ, দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন, সিবিএন মাল্টি মিডিয়া সিও সাহেদ মিজান, দৈনিক সকালের সময়ের কক্সবাজার প্রতিনিধি শাহেদ ফেরদৌস হিরু, দৈনিক নয়া শতাব্দীর কক্সবাজার প্রতিনিধি শাহীন মাহমুদ রাসেল, নিউ ন্যাশনের কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ জুনাইদ, দৈনিক মেহেদীর পরিচালনা সম্পাদক নাজিম উদ্দিন, দৈনিক ইত্তেফাকের টেকনাফ সংবাদদাতা জাহাঙ্গীর আলম, পেকুয়া সংবাদদাতা রেজাউল করিম, রামু সংবাদদাতা আনিস নাঈম, অধ্যাপক গিয়াস উদ্দিন চৌধুরী, সাইফুল ইসলাম সাকের, অ্যাডভোকেট রহমত উল্লাহ ও যুবলীগ নেতা মোহাম্মদ ফারুক প্রমূখ উপস্থিত ছিলেন। 

 

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ৭১ বছরে পদার্পণ করেছে দৈনিক ইত্তেফাক। এ উপলক্ষে হেড অফিসসহ দেশের বিভিন্ন স্থানে কেক কাটা, সুধী সমাবেশ ও শোভাযাত্রা করা হয়। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) কক্সবাজারে ইত্তেফাকের জন্মদিন উপলক্ষে সুধীসমাবেশ ও কেক কাটার আয়োজন করা হয়।