আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

কক্সবাজারে দস্যুতা ও লুন্ঠনের দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩০ জুন ২০২২ ০৪:০০:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজারে দস্যুতা ও লুন্ঠনের অপরাধে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। সেই সঙ্গে একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার এবিসি ঘোনা এলাকার আবুল কালামের ছেলে মো. আবু সিদ্দিক (৩৫) ও খুরুশকুলের গাজীর ডেইল এলাকার মমতাজের ছেলে মনির আলম (২০)। ১০ বছরের দণ্ডপ্রাপ্ত হলেন খুরুশকুলের তেতৈয়ার মো. সেলিম প্রকাশ পুতু।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রনজিত দাশ।

মামলার এজাহারের বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, বিগত ২০২০ সালের ৪ জানুয়ারি দুপুর ২টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার হিলডাউন সার্কিট হাউজ গেইট সংলগ্ন এলাকায় কতিপয় দুর্বৃত্তের হাতে ছুরিকাঘাত ও ছিনতাইয়ের শিকার হন কলেজছাত্র ইমরুল ইসলাম। এ ঘটনায় ৬ জানুয়ারি আহতের ভাই রবিউল হাসান বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন। ওই বছরের ৫ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলায় মোট সাক্ষ্য দিয়েছেন ১০ জন।