আজ রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১
স্বরাষ্ট্র উপদেষ্টা

এমন কিছু নেই যে একদিনে পুলিশের ভাবমূর্তি উন্নত করে ফেলবো

সাঙ্গু ডেস্ক : | প্রকাশের সময় : বুধবার ৪ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪০:০০ অপরাহ্ন | জাতীয়

পুলিশের ভাবমূর্তি বাড়াতে সময় দিতে হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমার কাছে এ রকম কোনো কিছু নেই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলবো।

 

বুধবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

 

তিনি বলেন, পুলিশের ইমেজ আস্তে-আস্তে কিন্তু উন্নত হচ্ছে। আমার কাছে এরকম কোনো কিছু নেই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলবো। এটা আস্তে আস্তে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি তো একদিনে এটা পারবো না। সময় দিতে হবে। আস্তে-আস্তে আমি ব্যবস্থা নিচ্ছি।