এখন কাঁদা ছোঁড়াছুড়ির সময় নয়, ঐক্যবদ্ধ হওয়ার সময়। উন্নয়ন যেই করুক না কেন সব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। সবার জানা থাকতে হবে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেই চলেছে, তারা সব সময় সজাগ। ষড়যন্ত্রকারীরা শেখ হাসিনা হটাও আন্দোলন করছে। শেখ হাসিনার বিকল্প নাই বলেই তারা আজ শেখ হাসিনা হটাও আন্দোলন করছে। বিএনপি বিদেশীদের নিয়ে যে ষড়যন্ত্র করছে সে ষড়যন্ত্রে কোন লাভ হবেনা বলে মন্তব্য করেছেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি।
১৩ আগষ্ট (রোববার) সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদ হলরুমে পানিবন্দি দুর্গত মানুষের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাইরের শত্রু চেনা যায় কিন্তু ঘরের শত্রু চেনা যায়না। একটি পক্ষ গন্ডগোল লাগিয়ে আওয়ামী লীগের ক্ষতি সাধনের পরিকল্পনায় ব্যস্ত। নির্বাচন কিভাবে হবে তা নির্ধারিত হয়ে গেছে জানিয়ে নজিবুল বশর বলেন, বিএনপি আসুক আর না আসুক নির্বাচন যথাসময়ে শেখ হাসিনার অধীনেই হবে। জামায়াতের লাশের রাজনীতি আর চলবেনা। জামায়াত ইসলামি রাজনৈতিক মাঠে আবারো সক্রিয় হওয়ায় আমার জীবনও সংশয়ের মধ্যে রয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা বে়ঁচে থাকলে দেশ বেঁচে থাকবে। সীটের জন্য রশি টানাটানি করে কোন লাভ হবেনা।
ধর্মপুর ইউপি চেয়ারম্যান কাজী মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, ভাইস(মহিলা) চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, ফটিকছড়ি থানার নবাগদ ওসি মীর মোহাম্মদ নুরুল হুদা, পিআইও আবুল হোসেন, কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান, মেম্বার সমিতির সভাপতি শহিদুল আলম আকাশসহ অনেকে।
এসময় ফটিকছড়ির উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আওয়ামীলীগের মধ্যে মতবিরোধের কথা তুলে ধরে নজিবুল বশর বলেন, উন্নয়ন যেই করুক বা যার মাধ্যমেই হউক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনা সরকার প্রধান বলেই উন্নয়ন সম্ভব হচ্ছে।
বিগত ২০১৪ সাল থেকে এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে ফটিকছড়িতে। এসব উন্নয়ন কাজ নিয়ে মতবিরোধের সুযোগ নাই। যারা উন্নয়ন কাজের দলিল খোঁজে তাদের বিষয়ে আমার দুঃখ হয়। এগুলো নিয়ে এখন কাঁদা ছোঁড়াছুড়ির সময় নয়। উন্নয়ন কে করছে কে করেনাই এগুলো নিয়ে রশি টানাটানি করা নিজেদের জন্য লজ্জাকর। সব উন্নয়নই শেখ হাসিনার হাতে হচ্ছে। উন্নয়নের কৃতিত্ব আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকলের। এখন জাতীয় ঐক্যের দরকার। মতবিরোধের সময় নয়।