আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

উৎসব মুখর পরিবেশে রাজস্থলী ৩ টি ইউপিতে (দুইটি বিনা ভোটে এবং একটি প্রত্যক্ষ ভোটে) শান্তিপূর্ণ নির্বাচন

মোঃ,আইয়ুব চৌধুরী,, রাজস্থলী : | প্রকাশের সময় : রবিবার ২৮ নভেম্বর ২০২১ ০৭:৩৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

রাঙামাটি জেলার  রাজস্থলী  উপজেলার ৩ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ২টিতে আওয়ামী লীগ বিনাভোটে নির্বাচিত এবং  ১টি   জনগনের প্রত্যক্ষ ভোটে   বিজয়ী হয়েছে ক্ষমতাসীন দলের প্রার্থী  আদোমং মারমা নৌকা প্রতীকে নির্বাচিত বলে নিশ্চিত করেছে রাজস্থলী  উপজেলা নির্বাচন অফিস।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে,  ৩ ইউপির ১নং  ঘিলাছড়ি ইউনিয়নে নৌকা সমর্থিত প্রার্থী রবার্ট ত্রিপুরা,   ২নং  গাইন্দ্যা ইউনিয়নে নৌকা সমর্থিত প্রার্থী পুচিংমং মারমা এবং প্রত্যক্ষ ভোটে ৩ নং  বাঙালহালি ইউনিয়নে নৌকা প্রার্থী  আদোমং মারমা ২৬৭৪ ভোটে  চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধী ঞোমং মারমা   আনরস প্রতিক স্বতন্ত্র প্রার্থী ১৯২৭। রবিবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় হতে রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

 উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া  রবিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ নির্বাচনী কন্ট্রোল রুম থেকে প্রত্যেক কেন্দ্রের ফলাফল প্রকাশ করে এই তথ্য জানান।সুন্দর ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন উপহার দিলেন রাজস্থলী উপজেলা প্রশাসন।