আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

উখিয়ায় জেলেদের মাঝে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার : | প্রকাশের সময় : মঙ্গলবার ২০ ফেব্রুয়ারী ২০২৪ ০৩:৫৮:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

উখিয়ায় ইকোফিশ-২ অ্যাকটিভিটির সৌজন্যে প্রশিক্ষিত ২৪ জন জেলের মাঝে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করা হয়েছে। 

 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার জালিয়াপালং সোনারপাড়াস্থ ওয়ার্ডফিশ অফিসে প্রশিক্ষণে জেলেদের জীবনের ঝুঁকি নিরাময়ে প্রাথমিক চিকিৎসার গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষ করে সাধারণ জ্বর, সর্দি-কাশি, ঠান্ডা, কাটা-ছেঁড়া, পুড়ে যাওয়া ও নৌকায় সংঘটিত বিভিন্ন ধরনের প্রাথমিক রোগব্যাধিতে জেলেদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ ও সংকটাপন্ন পরিস্থিতিতে বিশেষজ্ঞ ডাক্তার এর পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পালং নার্সিং ইন্টিটিউটের চিকিৎসক নেওয়াজ। 

 

ইউএসএইড'র অর্থায়নে ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় প্রশিক্ষণের সঞ্চালক ছিলেন ইকোফিশ-২ অ্যাকটিভিটির গবেষণা সহযোগি শেখ মো: সাঈফ উল হক চিশতি। 

 

প্রশিক্ষণে ইকোফিশ-২ অ্যাকটিভিটির জেন্ডার স্পেশালিস্ট শারমিন রেজোওয়ানা ও গবেষণা সহকারী আয়েশা রাহী নূরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।