ফটিকছড়িতে ঈদের কেনাকাটা করতে এসে সড়ক দুর্ঘটনায় মো. সোহেল (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাহাবুদ্দিন ও মো.কামাল নামে আরও দুই যুবক গুরুত্বর আহত হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৭ এপ্রিল) দুপুরের দিকে উপজেলা চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফায়ার সার্ভিস (কে এম টেক) এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত মো. সোহেল (২৭) উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডস্থ শৈলকোপা এলাকার মুনির আহমদের পুত্র। এ ঘটনায় গুরুতর দুইজনই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে মোটরসাইকেল যোগে তারা তিনজন ঈদের কেনাকাটা করতে ফটিকছড়ি সদর বিবিরহাট বাজারে যাচ্ছিলেন। পথেমধ্যে ফায়ার ফার্ভিস এলাকায় আসলে দাঁড়িয়ে থাকা ড্রামট্রাক হঠাৎ চালু হয়ে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং গুরুত্বর আহত হয়েছে আরও দুইজন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, 'সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত আরও দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।'