আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

ইউনাইটেডকে আটকে দিল টটেনহ্যাম

নিউজ ডেস্ক : | প্রকাশের সময় : শুক্রবার ২৮ এপ্রিল ২০২৩ ০৯:৩২:০০ পূর্বাহ্ন | খেলাধুলা

প্রথমার্ধেই দুই গোলের লিড নিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে বিরতি থেকে ফিরেই যেন খেই হারিয়ে ফেলে। অন্যদিকে শুরুর ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টটেনহ্যাম হটস্পার। দুই গোল শোধ করে ইউনাইটেডকে আটকে দেয় স্বাগতিকরা। 

বৃহস্পতিবার টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। জেডন স্যানচোর গোলে সফরকারীরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস রাশফোর্ড। এরপর দ্বিতীয়ার্ধে পেদ্রো পোরো ব্যবধান কমানোর পর সমতা টানেন সন হিউং-মিন।। 

গত রোববার নিউক্যাসলের মাঠে ৬-১ গোলে ভরাডুবি, সেই ধাক্কায় এক মাসের মধ্যে দ্বিতীয় কোচ ছাঁটাই-সব মিলিয়ে ভীষণ খারাপ সময়ের মধ্যে থাকা টটেনহ্যাম এদিনও শুরুতে গোল খেয়ে বসে। সপ্তম মিনিটে রাশফোর্ডের পাস ধরে বক্সে ঢুকে দুজনের মধ্যে দিয়ে কোনাকুনি শটে বল জালে পাঠান স্যানচো।

৪৪তম মিনিটে পাল্টা আক্রমণে দুর্দান্ত গোলে ব্যবধান বাড়ান রাশফোর্ড। নিজেদের সীমানা থেকে সতীর্থের উঁচু থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে লড়াইয়ে ফিরতে মরিয়া হয়ে ওঠে টটেনহ্যাম। ৫৬তম মিনিটে গোলও পেয়ে যায় তারা। গোলমুখে হ্যারি কেইনের প্রচেষ্টা রক্ষণে প্রতিহত হওয়ার পর ফিরতি বল ধরে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন পেদ্রো পোরো।

আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ে ৬৬তম মিনিটে আরেকটি দারুণ সুযোগ পায় টটেনহ্যাম। কিন্তু সতীর্থের পাস বক্সে ফাঁকায় পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন হিউং-মিন। ৭৯তম মিনিটে আর হতাশ করেননি হিউং-মিন। ডান দিক থেকে কেইনের দারুণ পাস বক্সে বাঁ দিকে ফাঁকায় পেয়ে ডান পায়ের কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড।