আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

আল হাসানাইন মডেল মাদরাসার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

মুহাম্মদ মিনহাজ উদ্দীন সিদ্দিকী, ভুজপুর থানা | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর ২০২১ ০৬:২৮:০০ অপরাহ্ন | শিক্ষা

চট্টগ্রাম আল হাসানাইন মডেল মাদ্রাসার ব্যবস্থাপনায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর বুধবার সকাল হতে বিজয় র‌্যালী, কুইজ  প্রতিযোগিতা ও আলোচনা সভা মাদ্রাসা পরিচালনা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ শাহরিয়াদ ছিদ্দিকীর সভাপতিত্বে  মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শাহআলম কাদেরী'র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আল হাসানাইন মডেল মাদরাসার উপদেষ্টা ও মোহাম্মদ নগর চা বাগানের ব্যবস্হাপনা পরিচালক আলহাজ্ব মুহাম্মদ মতিউর রহমান শিকদার টুটুল। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন নারায়ণহাট ইউনিয়ন গণগ্রন্থাগার আজীবন সদস্য কাতার প্রবাসী মোঃ ফজলুল করিম। প্রধান আলোচক ছিলেন দাঁতমারা এবিজেট শিকদার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার আহমদ ছাবের। বিশেষ অতিথি ছিলেন নারায়ণহাট ইউপি সদস্য মুহাম্মদ নাসির উদ্দীন বাবু, আল হাসানাইন মডেল মাদ্রাসার পরিচালক মুহাম্মদ নাঈম উদ্দিন,মুহাম্মদ আবদুস সামাদ,মুহাম্মদ জাহান্গীর আলম,মুহাম্মদ আবদুর রাজ্জাক,জমিদারপাড়া বসুন্ধরা যুব সংগঠনের সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ আরফাত,সহ অর্থ সম্পাদক মুহাম্মদ পারভেজ আলম,আবু সাঈদ মামুন,শাহাদাত হোসেন, নারায়ণহাট ইউনিয়ন গণগ্রন্থাগার অফিস সহকারী মুহাম্মদ ইসমাইল,সহকারী শিক্ষক  আমিরুল হাসান, মুহাম্মদ নিজাম উদ্দিন, সহকারী শিক্ষিকা আফরিন সুলতানা, হাসিনা আক্তার,শাহেনা আক্তার,হিরা আক্তার। অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এখনো সক্রিয় আছে। তারা বিভিন্ন সুবিধাবাদী রাজনৈতিক শক্তির ছায়াতলে আশ্রয় নিয়ে দেশকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে। এসব অপশক্তিকে রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। শেষে ইভেন্ট অংশগ্রহণকারীদের ১ম, ২য় ও ৩য় স্থানসহ বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার ও আখেরী মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।