প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যতদিন সরকার পরিচালিত হবে ততদিন এদেশের কোন কোমলমতি শিশু শিক্ষার্থীদের একমাত্র ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নুরানী মাদরাসা বন্ধ হবেনা।এদেশে যতদিন আযানের ধ্বনি শুনা যাবে কানে ততদিন এদেশ শান্তিতে থাকবে। গতকাল বৃহস্পতিবার (১৩ এপ্রিল)বিকেলে দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের অন্যতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান আল জামেয়া আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা পরিদর্শনে এসে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথাগুলো বলেন। তিনি এসময় আরো বলেন, কওমী মাদরাসার সাথে সরকারের কোন বিরোধ নেই।কওমী অন্তুরভুক্ত বেফাক ও হায়াতুল উলইয়া বোর্ডের কোন সিদ্ধান্তে সরকার হস্তক্ষেপ করেনি,করবেওনা। সরকার পক্ষ থেকে শুধু বলা হয় কি কি কিতাব পড়ানো হয় সেগুলো জানাতে।কেননা দেশে বিদেশে অনেক স্থানে সরকারকে এ বিষয় গুলো সম্পর্কে তুলে ধরতে হয়। এদিকে মাদরাসা মিলনায়তনে ছাত্রদের উপস্থিতিতে আরো বলেন, কওমী মাদরাসার অনেক ছাত্ররা যে ভাবে জ্ঞান অর্জন করছে আমরা দেখেছি তারা সব জায়গায় পারদর্শী। যখন জঙ্গী নিয়ে সারা দেশে তোলপাড় ছিল তখন সবাই বলেছে কওমী মাদরাসাগুলো থেকে জঙ্গী সৃষ্টি হয়।তখন আমরা দাড়িয়ে বলেছিলাম,কওমী মাদরাসা শুধু ইসলাম ও দ্বীনি শিক্ষা দেয়।এখানে কোনদিন জঙ্গীর উৎপাত হতে পারেনা। স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথমে এসে হাটহাজারী মাদরাসা মসজিদে আছরের নামাজ আদায় করেন।পরে হেফাজতের আমীর মরহুল আল্লামা শাহ আহমদ শফী রহ.এর কবর জিয়ারত করেন। এসময় তিনি বলেন,আমর অনেক দিনের ইচ্ছা ছিল চট্টগ্রামের হাটহাজারীতে আল্লামা শফী রহ.এর কবর জিয়ারত করতে।সে সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছে তাই আজকে ছুটে এসেছি। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রামের ৫ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী, হাটহাজারী মাদরাসার মহাপরিচাল আল্লামা ইয়াহিয়া,মোঃ নাফিউল ইসলাম, অতিঃ পুলিশ সুপার জেলা ডিএসবি আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মুহাম্মাদ ফখরুজ্জামান,চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম,চট্টগ্রাম বিভাগীয় রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন, হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক মুফতি জসিম উদ্দিন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ মাদরাসার ছাত্র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন,পরে মাদরাসায় সকলের সাথে তিনি ইফতারে অংশ নেন।