কক্সবাজার শহরের বাহারছড়া এলাকা থেকে আরিফ হোসেন প্রকাশ নাইগ্যা নামক রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-১৫। শনিবার (৭ এপ্রিল) দুপুরে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভেতর হতে ৪টি দেশীয় তৈরী শুটারগান, তিন রাউন্ড কার্তুজ ও দুইটি অটো স্নাইপার রাইফেলের গুলি উদ্ধার করা হয়। আটক রোহিঙ্গা টেকনাফ থানাাধীন নয়াপাড়া মোছনি ১নং রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা। র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৬ এপ্রিল চকরিয়ার বড় ভেওলা এলাকায় অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসীদের নিকট অস্ত্র সরবরাহকারী মূলহোতাসহ তিনজন অস্ত্র ব্যবসায়ীকে ৪টি আগ্নেয়াস্ত্র, নগদ অর্থ ও অন্যান্য সরঞ্জামাদিসহ আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, রোহিঙ্গা ক্যাম্পের আরসা’র সন্ত্রাসীরা গোপনে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা হতে অস্ত্র সংগ্রহের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় অপহরণ, হত্যা ইত্যাদি কর্মকান্ড সংগঠনের জন্য পরিকল্পনায় লিপ্ত আছে। ওই তথ্যের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পে আরসা’র সন্ত্রাসী গ্রুপের নিকট অস্ত্র বিক্রয়ের সাথে জড়িত অপরাধীদের চিহ্নিতপূর্বক গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। র্যাব জানতে পারে, একজন ব্যক্তি মহেশখালী হতে অস্ত্র-গোলাবারুদ সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পে আরসা’র সন্ত্রাসী গ্রুপের কাছে সরবরাহের উদ্দেশ্যে রওয়ানা করেছে। এই খবরের পর থেকে পৌরসভার বাহারছড়া এলাকায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপনপূর্বক তল্লাশী তাকে আটক করে। মোঃ আবু সালাম চৌধুরী জানান, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আটককৃত রোহিঙ্গা সদস্যকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজারের মহেশখালীসহ বিভিন্ন এলাকা হতে অবৈধ অস্ত্র ক্রয় করে গোপনে রোহিঙ্গা ক্যাম্পে আরসা’র সন্ত্রাসী গ্রুপের সদস্যসহ অন্যান্য দুষ্কৃতিকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।