আনোয়ারায় রাতের আঁধারে ভূমি দখলের চেষ্টায় দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকালে আনোয়ারা থানায় মতিউর রহমান ও রাহুল ধর একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনে পৃথক দু’টি লিখিত অভিযোগ দায়ের করেন। সোমবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার চাতরী ইউনিয়নের বৈলচুড়া এলাকায় দখল চেষ্টার ঘটনা ঘটে। পুলিশ ঘটনটি তদন্ত করছে বলে জানায়। অভিযোগকারী মতিউর রহমান জানান, সোমবার দিবাগত রাতে চাতরী চৌমুহনী বাজারের দক্ষিণে বৈলচুড়া মৌজার ক্রয়কৃত ৬.৮৮ শতক জমি স্থানীয় জসিম উদ্দিন ও রাহুল ধর লোকজন নিয়ে দখল করতে আসে। এসময় তারা আমার মালিকানাধীন জমির গাছপালা কেটে পেলে। পরে পুলিশকে খবর দিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় তাদের একটি মোটরসাইকেল জব্দ করে। এতে আমার ৭৫ হাজার টাকার গাছপালা ক্ষতি হয়। এঘটনায় আনোয়ারা থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি। দখলের অবিযোগ অস্বীকার করে রাহুল ধর বলেন, জমিটি আমার ক্রয়কৃত। জমিটি ক্রয় করার পর থেকে অভিযুক্ত আজিজুর রহমান, মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ আনিস বিভিন্ন সময়ে আমার থেকে চাঁদা দাবী করে। এমনকি মঙ্গলবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে চাতরী চৌমুহনী বাজারে আমার জুয়েলার্সের দোকানে এসে আমাকে খোঁজাখুঁজি করে না পেয়ে আমার পিতাকে প্রাণনাশের হুমকি চলে যায়। যার ভিডিও চিত্র লিখিত অভিযোগের সঙ্গে আমি পুলিশকে দিয়েছি। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, এঘটনায় দু’পক্ষ থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।