আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

আনোয়ারায় ভাড়া বাসায় যুবকের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারী ২০২৪ ০৩:৫৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম
নিহত ইরফান

আনোয়ারা উপজেলা বারশত ইউনিয়নের বোয়ালীয়া গ্রামের একটি ভাড়া বাসায় মো. ইরফান (২৮) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। বুধবার রাতে বোয়ালীয়া গ্রামের জাফরের ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। নিহত ইরফান জুঁইদন্ডী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গিয়াস উদ্দিনের ছেলে। নিহতের স্ত্রীর দাবী অভাব অনঠনের কারনে ইরফান আত্মহত্যা করেছে। তবে ইরফানের পরিবারের দাবী তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আনোয়ারা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিহতের স্ত্রী শাহিনুর আক্তার (২৩) বলেন, পাঁচ বছর আগে আমাদের বিয়ে হয়,  স্বামী কোন কাজ করেনা, আমাদের কোন ছেলে-মেয়েও নেই। বিয়ের পর থেকে সংসারে অভাব অনটন লেগেই ছিল। আমার শ^াশুড়ি ও স্বামী আমাকে প্রায় সময় নির্যাতন করত। শেষে ভাড়া বাসায় আসলেও অভাবের কারনে বাসা ভাড়াও দিতে পারেনা। আমার স্বামী কখনো সিএনজি চালাত আবার কখনো শ্রমিকের কাজ করত। বুধবার রাতে বাসায় ফেরলে আমি বাসা ভাড়ার টাকার কথা বলি, তখন স্বামী আমাকে মারলে আমি ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর ঘরে ডুকে দেখি আমার স্বামীর দেহ বাসায় ঝুলছে। আমি লোকজন ডেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইরফানের বাবা গিয়াস উদ্দিন বলেন, পাঁচ বছর আগে বটতলী ইউনিয়নের বরৈয়া গ্রামের খােেয়র আহমদের মেয়ে শাহিনুরের সাথে আমার ছেরে বিয়ে হয়। বিয়ের পর থেকে ছেলের বউ আমার বাড়ি থাকতে না চাইলে আমার ছেলে ভাড়া বাসা নেয়। এক বছর আগেও আমার ছেলেকে শ্বশুর বাড়ির লোকজন মেরে রাস্তায় ফেলে রেখে চলে যায়, সে বিষয়ে আমি থানায় অভিযোগও দিয়ে ছিলাম। বুধবার রাতে শ্বশুর বাড়ির লোকজন মুঠোফোনে আমাকে জানাল আমার ছেলে আত্মহত্যা করেছে। আমি হাসপাতালে গিয়ে আমার ছেলের মৃতদেহ দেখতে পাই। আমার দাবী এটা পরিকল্পিত হত্যা।

জুইঁদন্ডী ইউনিয়নের ইউপি সদস্য মো ফরিদ বলেন, গত বছর ইরফানকে শ্বশুর বাড়ির লোকজন মেরে রাস্তায় ফেলে চলে গেলে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, এ বিষয়ে থানায় সালিসি  বৈঠকও হয়েছিল।

 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটা আত্মহত্যা। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রির্পোট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

জাহাঙ্গীর আলম ০৮-০২-২০২৪ ইং