আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

আনোয়ারায় ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা : | প্রকাশের সময় : বুধবার ২১ ফেব্রুয়ারী ২০২৪ ০৭:৫২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। বুধবার দিবসটির প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ্ আল মুমিন, সহকারী পুলিশ সুপার মো. সোহানুর রহমান সোহাগ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নানসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তারা।

এর পর শ্রদ্ধা জানান আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন চৌধুরী, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির শাহ্ সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, সাধারণ সম্পাদক রিদোয়ানুল হক রহিম, যুবলীগের আহবায়ক শওকত ওসমান, যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী বাবুসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ছাড়াও সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের নারী, শিশু ও পুরুষরা।

এছাড়া দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে উপজেলার বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান মঞ্চে ভাষা শহীদ ও মুক্তিযুদ্ধা ভিত্তিক নাকট “রক্ত দিয়ে কেনা” মঞ্চায়িত হয়। এসময় হাজার হাজার দর্শক নাটকটি উপভোগ করেন।