আনোয়ারায় বিনামূল্যে তিনশতাধিক মানুষকে চক্ষু চিকিৎসা ও ওষুধ দিয়েছে সামাজিক সংগঠক চাতরী ইউনিয়ন সমাজ উন্নয়ন কমিটি। শনিবার (২৩ নভেম্বর) সকাল থেকে আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের অর্থায়নে দিনব্যাপী চাতরী ইউনিয়নের চাতরী বহুমূখী উচ্চ বিদ্যালয়ে চিকিৎসকরা এই সেবা প্রদান করেন।
চিকিৎসা সেবা পরির্দশনে আসেন আনোয়ারা উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক মাহমুদুল হাসান, আনোয়ারা থানার ওসি মনির হোসেন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, জসিম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, খালেদ নেওয়াজ চৌধুরী, শহিদুল আলম, আশরাফ উদ্দিন চৌধুরী, আব্দুর রহিম চৌধুরী, আতিকুর রহমান, নেজাম উদ্দিন, হেলাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, তারেক মাসুদ প্রমুখ।
চক্ষু চিকিৎসা ক্যাম্পের ব্যবস্থাপক সাংবাদিক মো. তৌহিদুল আলম বলেন, ‘গ্রামের অসহায় সাধারণ মানুষরা চোখের বিভিন্ন সমস্যার বিষয়ে উদাসীন। চক্ষু শরীরের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। তাই আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের অর্থায়নে গ্রামের ৩ শতাধিক মানুষের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’