আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

আনোয়ারায় দু’পক্ষের মারামারিতে আহত ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা: | প্রকাশের সময় : মঙ্গলবার ২ মে ২০২৩ ০৭:৫১:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারায় দু’পক্ষের মারামারিকে আহত মো. মোবারক আলী (৩৩) গতকাল মঙ্গলবার ভোররাতে চট্টগ্রামে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাযান। নিহত মোবারক স্থানীয় নুরুল আলমের পুত্র। গত শনিবার সন্ধ্যায় উপজেলার বারখাইন ইউনিয়নের ছৈয়দ কুচাইয়া এলাকায় গৃহহবধূকে নির্যাতনের মামলার স্বাক্ষীতে নাম থাকাকে কেন্দ্র করে মারামারির এঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়েছিল। এ ঘটনায় নিহত মোবারক আলীর ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, মামলায় স্বাক্ষী দেওয়াকে কেন্দ্র করে এঘটনা ঘটে। ঘটনার তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় মোবারক আলী মারা যায়। এ ঘটনায় নিহতের পরিবার থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।