আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

আনোয়ারায় দিনদুপুরে অজ্ঞানপার্টির খপ্পরে দুই নারী

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা: | প্রকাশের সময় : শুক্রবার ১৬ ডিসেম্বর ২০২২ ০৩:৪৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

আনোয়ারায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ সর্বস্ব হারাল দুই নারী। শুক্রবার(১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলার চাতরী চৌমহনী বাজারে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ দুই নারী হল বৈরাগ ইউনিয়নের বন্দর হিন্দু পাড়া এলাকার সুধীর সেনের স্ত্রী শিখা সেন(৫০) ও একই এলাকার রঞ্জিত বসুর স্ত্রী মিল্কি বসু(৪৮)। তারা সিএনজি অটোরিককশায় চাতরী চৌমহনী থেকে বন্দর সেন্টারে নিজ বাড়ী যাচ্ছিলেন। আনোয়ারা থানার ওসি মীর্জা হাসান বলেন সিসি ক্যামরার ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের সনাক্তের চেষ্ঠা করা হবে। ক্ষতিগ্রস্থ শিখা সেন(৫০) বলেন আমরা চাতরী চৌমহনী থেকে বন্দর সেন্টারে বাড়ি যাওয়ার জন্য একটি সিএনজি অটোরিকশায় উঠি। ওই সিএনজিতে আরো দুইজন লোক ছিল। তারা বাজারের পশ্চিম পাশে ইউসিবিএল ব্যাংকের পাশে গিয়ে গাড়ি থামায়। এরপর আমাদের বলতেছে এখানে রিলিফ দিচ্ছে, তেল দেবে। আমরা তাদের বলছি আমাদের রিলিফ লাগবেনা, এরপরও তারা গাড়ী থামায় এবং শিখা সেনের হাতে একটা ১০ টার নোট দিলে আমরা আর কিছু বলতে পারিনি। একজন লোক আমাদের একটি ৫ লিটার সোয়াবিন তেলের বোতলও এনে দিয়ে। মিল্কি বসু বলেন শিখা সেনের হাতে টাকা দেওয়ার পর তার গলার ২ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, কানের দুল, দুইজনের থেকে ৭ হাজার টাকা তারা নিয়ে নেয়। তারা চলে যাওয়ার পর আমরা অনুভব করছি আমাদরে সব নিয়ে গেছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা মোহাম্মদ হাসান বলেন এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ঘটনার সিসি টিভির ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের সনাক্তের চেষ্ঠা করব।