আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

আনোয়ারায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৬ জানুয়ারী ২০২৪ ০৮:০৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারায় "দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ" শীর্ষক সেমিনার মঙ্গলবার (১৬ জানুয়ারী) দুপুরে উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন, চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আশরিফা তানজীম। মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন, বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান আসীম কুমার দেবসহ বিভিন্ন বেসরকারি এনজিও সংস্থার সদস্য ও সাংবাদিকরা।

সেমিনারে জানানো হয় চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস গত পাঁচ বছরে আনোয়ারা উপজেলা থেকে ৮ হাজার ৩৪৫ জন লোককে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন দেশে প্রেরন করা হয়।