আনোয়ারা চাঁদা না দেওয়ায় এনামুল হোক সানি নামে এক দোকানিকে ছুরিকাঘাত করে আহত করার ঘটনা ঘটেছে। সোমবার(২৯ আগস্ট) রাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের সাওদাগর দিঘির পাড় এলাকায় এনামুল হকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত এনামুল হোক সানি বাদী হয়ে মঙ্গলবার (৩০ আগস্ট) হামলাকারী আবদুল মন্নান(৩২)করে আসামী করে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন। আহত এনামুল হোক স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানায়।
মামলার এজাহার সূত্রে জানাযায়, সোমবার রাতে সাড়ে আটটায় আবদুল মন্নান মাদকাসক্ত অবস্থায় এনামুল হকের দোকানে গিয়ে চাঁদা দাবী করে। এনামুল হোক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ছুরিকাঘাত করে। এসময় এনামুল হকের চিৎকারে লোকজন এগিয়ে আসলে হামলাকারী পালিয়ে যায়। পরে স্থানীয়রা এনামুল হককে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার হামলাকারী স্থানীয় আবু নামার পুত্র আবদুল মন্নানকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা মোহাম্মদ হাছান বলেন, বরুমচড়ায় চাঁদা না দেওয়ায় হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিষদর্শন করেছে। হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।