আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

আনোয়ারায় গৃহবধূ হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা | প্রকাশের সময় : শুক্রবার ৫ মে ২০২৩ ০৭:৩৩:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারায় রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়ায় শশুর বাড়িতে মারজানা আক্তার(১৯) নামের এক গৃহবধুর রহস্যজন মৃত্যুকে হত্যা দাবী করে বিচারের দাবীতে মানববন্ধ করেছে নিহতের স্বজনরা। শুক্রবার (৫মে) জুমার নামাজের পর উপজেলার বারশত ইউনিয়নের কালীবাড়ী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ, ইউপি সদস্য মো. কাইয়ুম, নিহতের ভাই মো. মহিউদ্দিন, সাবেক ইউপি সদস্য আয়াতুল হক, স্থানীয় সমাজসেবক দিল মোহাম্মদ মঞ্জু,হাজী মো. ইউসুফ। উপস্থিত ছিলেন, এনামুল হক, মো.আনোয়ার, লিটন কুমার শীল, মুফতি মওলানা মোহাম্মদ সেলিমসহ স্থানীয় শতাধিক লোক। মানববন্ধনে বক্তারা দাবী করেন, গত ৩০ এপ্রিল মারজানা আক্তারকে স্বামী সোহেলসহ শাশুর বাড়ীর লোকজন যৌতুকের জন্য পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এরপর আত্মহত্যার নাটক সাজাতে মরিয়া হয়ে উঠেছে। এসময় স্বজনরা দাবী করেন, পুলিশ কোন ধরনের তদন্ত ছাড়াই আত্মহত্যার মামলা রজু করেছে। আনোয়ারা থানার ওসি মীর্জা মোহাম্মদ হাসান বলেন, মারজানা আক্তার নিহতের ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের রির্পোট না আসা পর্যন্ত হত্যা নাকি আত্মহত্যা বলা যাবেনা। উল্লেখ্য গত ৩০ এপ্রিল রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া ফকির মোহাম্মদের বাড়ির বসত ঘর থেকে গৃহবধূ মারজানা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে মারজানা আক্তারের পরিবার তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে দাবী করে আসছে।