আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

আনোয়ারায় গৃহবধূকে প্রাণনাশের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা | প্রকাশের সময় : মঙ্গলবার ১৬ মে ২০২৩ ০৬:৪২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন গ্রামে আবদুল গফুর নামে এক চাচা শ^শুরের বিরুদ্ধে হামলা ও প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন কুসুম আক্তার (৩৫) নামে এক গৃহবধু। হুমকির কারনে ওই পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছে বলে জানা গেছে। এসব ঘটনায় নির্যাতিত গৃহবধু ৩ জনকে অভিযুক্ত করে আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেন। তবে অভিযুক্তরা এসব ঘটনা অস্বীকার করেন বলেন আমরা তাদের একটু ভয় লাগিয়েছি। অভিযোগ সূত্রে জানা গেছে,উপজেলার ওষখাইন গ্রামের আবদুল গফুরের ছেলে সাইফুল ইসলাম রুবেলের (৩৬) সঙ্গে একই বাড়ির গৃহবধু কুসুম আক্তারের তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রুবেল ও তার মা-বাবা লোহার রড নিয়ে ওই গৃহবধুর বসতঘরে গিয়ে মারধরের চেষ্টা করে। কিন্তু প্রতিবেশী লোকজনের বাধায় মারতে না পেরে গৃহবধু কুসুমকে অকট্য ভাষায় গালি গালাজসহ প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে ওই গৃহবধু ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছেন। আনোয়ারা থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বর্তমানে গৃহবধুসহ ওই পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান বাদি কুসুম আক্তার। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।