আজ বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২ই আশ্বিন ১৪৩০

আজ চবির ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শুক্রবার ১৯ অগাস্ট ২০২২ ১১:৪৪:০০ পূর্বাহ্ন | শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলছে। ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে আজ অনুষ্ঠিত হচ্ছে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

শুক্রবার (১৯ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটে পরীক্ষার হলে প্রবেশ করেছেন ভর্তি পরীক্ষার্থীরা।

‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার্থী অন্য যেকোনও ইউনিটের তুলনায় কম হওয়ায় পরীক্ষা এক শিফটেই অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে বেলা ১২টায় শেষ হবে। ‘সি’ ইউনিটে অংশ নিচ্ছেন ১১ হাজার ৬০ জন ভর্তি পরীক্ষার্থী।