আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

আখেরি মোনাজাতে শেষ হলো হাটহাজারীর জোড় ইজতেমা

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : রবিবার ১৯ ডিসেম্বর ২০২১ ০৫:৩৮:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

 

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে চট্টগ্রাম হাটহাজারীর তিন দিনব্যাপী জোড় ইজতেমা। রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে হাটহাজারী-নাজিরহাট সড়কের চারিয়া এলাকার মাঠে এ মোনাজাত হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের।

 

গত শুক্রবার তিন দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়। আজ শেষ দিনে আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকে আশপাশের এলাকা থেকে মুসল্লিরা আসতে থাকেন।

 

 

তিন দিনব্যাপী এই ইজতেমায় চট্টগ্রাম বিভাগের ১১টি জেলাসহ বিভিন্ন এলাকার মুসল্লিরা জমায়েত হন। এ ছাড়া ভারত ও পাকিস্তান থেকেও অনেক মুসল্লি এবারের জোড় ইজতেমায় অংশ নেন।

 

চট্টগ্রাম তাবলিগ জামাতের শুরা সদস্য হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি জসিম উদ্দিন বলেন, ঢাকার টঙ্গী মাঠের বিশ্ব ইজতেমার সার্বিক প্রস্তুতি উপলক্ষে দাওয়াত ও তাবলিগের কার্যক্রম পরিচালনার জন্য এই আয়োজন। 

 

তিনি আরও বলেন, বিশ্ব ইজতেমার সাফল্যের জন্য পরামর্শ ও দিকনির্দেশনা এ সময় দেওয়া হয়েছে। তাবলিগ জামাতের হাজারো মুসল্লি এতে অংশ নিয়েছেন। প্রশাসনসহ সবার সহযোগিতায় জোড় ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

 

 

 

 



সবচেয়ে জনপ্রিয়