এমপি পদপ্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগ ও যুবলীগ সভাপতি, বদির পুত্র দাবিদার ইসহাকসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই ঘোষণা দেন কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
এরই মধ্য দিয়ে গত দুই দিনে কক্সবাজারের ৪টি সংসদীয় আসনের মনোনয়ন বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
কক্সবাজার রিটার্নিং অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে ৬ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী, বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জাতীয় পার্টির মোহাম্মদ তারেক, বাংলাদেশ কল্যাণ পার্টির আবদুল আওয়াল মামুন এবং বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের মোহাম্মদ ইব্রাহিমের মনোনয়নপত্র বৈধ হয়েছে।
এই আসনে ন্যাশনাল আওয়ামী পার্টির শামীম আহসানের মনোনয়ন স্থগিত এবং স্বতন্ত্র মোঃ আবদুল মজিদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ৯ প্রার্থীর মধ্যে বৈধ হয়েছে ৬ জন।
তারা হলেন, সাবেক এমপি আব্দুর রহমান বদির স্ত্রী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান এমপি শাহীন আকতার, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদ আলম, জাতীয় পার্টির নুরুল আমিন সিকদার ভুট্টো, তৃণমূল বিএনপির মুজিবুল হক মুজিব, বাংলাদেশ কনগ্রেসের মোহাম্মদ ইসমাঈল ও ইসলামী ঐক্যজোটের মুফতি ওসমান গণি চৌধুরী।
বিভিন্ন ত্রুটির কারণে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তাঁরা হলেন, জেলা যুবলীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমদ বাহাদুর, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর ও সাবেক এমপি আবদুর রহমান বদির পুত্র দাবিদার মোহাম্মদ ইসহাক।
যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিক ব্রিফিং রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বদ্ধ পরিকর নির্বাচন কমিশন। প্রার্থীদের আচরণবিধি মানার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে প্রার্থীদের ব্যানার, পোস্টার ও প্লেকার্ড অপসারণ করা হয়েছে। একটি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সকলের সহযোগিতা কাম্য।”
এদিকে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইতোমধ্যে বেশ কয়েকজন এমপি প্রার্থীকে নির্ধারিত সময়ে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আদালত। সঠিক জবাব দিতে না পারলে তাদের প্রার্থিতা বাতিলও হতে পারে।
আদালত যাদেরকে তলব করেছে তাদের মধ্যে রয়েছেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী জাফর আলম, আওয়ামী লীগের সালাহউদ্দিন আহমদ সিআইপি (বাতিল), কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বর্তমানে এমপি ও আওয়ামীলীগ প্রার্থী শাহীন আকতার, জাতীয় পার্টির নুরুল আমিন সিকদার ভুট্টো।