গত ২৪ জানুয়ারি আলী আজম তামিম(৩০), পিতা: মো: হাবিবুল্লাহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের ২৮নং ওয়ার্ডের ০৮নং বেড/কেবিনে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ অবস্থায় ৫ ফ্রেব্রয়ারি তানিমের চিকিৎসার জন্য তার স্ত্রী ফারহানা বেগম সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরীর নিকট লিখত আবেদন করে স্বামীর জন্য আর্থিক সহযোগিতা চান। তাৎক্ষণিকভাবে ইউএনও খোরশেদ আলম তানিমের বাড়িতে খোঁজ খবর নিয়ে তাকে সহযোগিতার জন্য আশ্বাস দেন। তানিম ২০১১ সালে এসএসসি ও ২০২০ সালে বাংলাদেশ উমুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিনে এইচ এস সি পাশ করে একটি মার্কেটিং কোম্পানিতে এস আর পদে চাকরি করেন।
আজ ১০ ফেব্রয়ারি শনিবার সন্ধ্যায় এতিম ও অসহায় তামিমকে দেখার জন্য যান চট্টগ্রাম মেডিকেল কলেজে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খোরশেদ আলম চৌধুরী।এ সময় হাসপাতালে থাকা দায়িত্বরত ডাক্তার ও নার্সদের কাছে তিনি জানতে চান তানিমের স্বাস্থ্যের বর্তমান অবস্থা ডাক্তারেরা জানান তানিমের স্পাইনাল কার্ড(মেরুদণ্ড) মেজর ফ্রেকচার(বাঁকা) হয়েছে। অতিদ্রুত সার্জারীর মাধ্যে রড বসানো দরকার অন্যথায় তানিমের চিরদিনের জন্য প্যারালাইজড হয়ে যতে পারে। অপারেশনের জন্য আটটি রড স্ক্রু লাগবে এবং অপারেশনের পূর্বে ও পরে প্রয়োজনীয় ঔষধ ও চেকআপের জন্য অনেক পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তামিমের স্ত্রী: ফারহানাকে ঔষধপত্র ও অন্যান্য আনুষঙ্গিক ক্রয়ের জন্য ১০(দশ)হাজার টাকা প্রদান করেন। তামিমের চিকিৎসার জন্য অনেকেই অল্প পরিমাণ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং অন্যান্য সমাজের বিত্তবানদের অনুরোধ জানান স্বল্প পরিমাণ হলেও পাশে তানিমের এগিয়ে আসার জন্য।