আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

অবরোধ ঠেকাতে জিরো পয়েন্টেসহ মোড়ে মোড়ে আ.লীগ নেতাকর্মীরা

হাটহাজারী প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৩১ অক্টোবর ২০২৩ ০৫:২৩:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

বিএনপি-জামায়াতের অবরোধকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় বাস স্টেশন জিরো পয়েন্টের সামনে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম ও হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সোহরাব হোসেন চৌধুরী নোমানের নেতৃত্বে গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৯টা থেকে নেতাকর্মীদের আসতে দেখা যায়।

 

 

ভোর থেকেই অবরোধে নাশকতার আশঙ্কায় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন রাঙামাটি সড়ক ও নাজিরহাট সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল জোরদার করতে দেখা গেছে।এমনকি রেলপথেও আনসার সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।তবে প্রতিদিনের ন্যায় অবরোধের সময় দূরপাল্লার যানবাহন চলচল করতে দেখা গেছে।অপ্রতিকর কোন ঘটনার তথ্য পাওয়া যায়নি।

 

 

এ বিষয়ে সোহরাব হোসেন চৌধুরী নোমান বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী জনগনের নিরাপত্তা সহ যানবাহন ভাংচুরের ঘটনা এড়াতে আমরা রাজপথে অবস্থান কর্মসুচি পালন করছি।বিএনপি জামাতের অরাজগতা সৃষ্টির প্রতিবাদে আমাদের অবস্থান কর্মসূচি।

 

সরকার পতনের এক দফা দাবি আদায়ে হরতাল-অবরোধের মতো কর্মসূচি পালন করে আসছে বিএনপি। রোববার (২৯ অক্টোবর) হরতাল শেষে তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে দলটি। এদিকে, বিএনপি নির্বাচন বানচালে নাশকতা করতে চায় জানিয়ে আওয়ামী লীগও মাঠে থাকার ঘোষণা দিয়েছে।

 

হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড.মোহাম্মদ আলী,এড. হাদী সফিউল্লাহ, সরওয়ার মোরশেদ তালুকদার, মোরশেদ আলম, আকতার হোসেন, আজমউদ্দিন, হারুন উর রশীদ, সৈয়দ নুরুল আলম,মুক্তিযোদ্ধা ইসমাইল, খোরশেদুজ্জামান প্রমুখ।