আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

অদ্বৈত- অচ্যুত মিশন মহেশখালী উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

সরওয়ার কামাল, মহেশখালী : | প্রকাশের সময় : শুক্রবার ২ ফেব্রুয়ারী ২০২৪ ০৬:১৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

শ্রী শ্রী অদ্বৈত-অচ্যুত ধাম এর প্রতিষ্ঠা বার্ষিকী ও অদ্বৈত-অচ্যুত মিশন মহেশখালী উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২রা ফেব্রুয়ারী শ্রী শ্রী আদিনাথ মন্দির প্রাঙ্গনে সকাল ১১টায় সম্মেলন উদযাপন পরিষদের আহবায়ক সন্তোষ কুমার দে এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে উদ্বোধক ছিলেন- চারুকলা ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পরিচালক ও অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী। প্রধান অতিথি ছিলেন- মহেশখালী-কুতিবদিয়ার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথি ছিলেন- মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিখী মারমা, মহেশখালী-কুতুবদিয়ার এএসপি সার্কেল রামপ্রসাদ ভক্ত, অদ্বৈত-অচ্যুত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিরন্ময় ধর, মহেশখালী থানার ওসি সুকান্ত চত্রুবর্তী, মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল, পৌর কাউন্সিলর প্রণব কুমার দে, বাবু শান্তি লাল নন্দী, মহেশখালী উপজেলা পোস্ট মাষ্টার কানু রাম দে, মাষ্টার দিলিপ কুমার দাশ, সুব্রত দে, ঝুলন কান্তি দে, তপন কান্তি দে, রুপন কান্তি দে প্রমুখ।