আজ বুধবার ২৯ জানুয়ারী ২০২৫, ১৫ই মাঘ ১৪৩১

৬ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে ফখরুলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ১৮ নভেম্বর ২০২৪ ০৭:৩১:০০ অপরাহ্ন | রাজনীতি

ইউরোপীয় ইউনিয়নভুক্ত ছয় দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

সোমবার (১৮ অক্টোবর) বিকেলে গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বাসভবনে এ সাক্ষাৎ হয়।

 

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ ইতালি, ডেনমার্ক, নরওয়ে, জার্মানি, স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূতরা ছিলেন।

 

বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম উপস্থিত ছিলেন।