আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

৩৭ কেজি ওজনের পোয়া মাছ সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি

আবুল কাশেম.কুতুবদিয়া(কক্সবাজার) : | প্রকাশের সময় : বুধবার ১৫ ডিসেম্বর ২০২১ ০৩:৪৫:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কুতুবদিয়ায় জেলেদের জালে আটকা পড়েছে ৩৭ কেজি ওজনের বিশাল এক লাল পোয়া মাছ। গত মঙ্গলবার রাতে সাগরে মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রি করা হয় সাড়ে ৩ লাখ টাকায়। জেলেরা জানান, মঙ্গলবার ভোরে কৈয়ারবিল ইউনিয়নের পরান সিকদার পাড়া গ্রামের বাসিন্দা আবু ছৈয়দ কোম্পানির মাছ ধরার ট্রলার মাঝিসহ জেলেরা প্রতিদিনের ন্যায় বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যান। সাগরে জাল ফেলার দীর্ঘ সময়ের পর বিকালে জাল তুললে একটি বড় লাল পোয়া 

মাছ পাওয়া যায়। মাছটির ওজন ৩৭ কেজি।মাছটি নিয়ে কৈয়ারবিল সমিতির রোডে ফিরে আসার পর উৎসুক জনতার ভীড় জমে যায়।

 স্থানীয় মৎস্য ব্যবসায়ী মোঃ ইসহাক বলেন, আবু ছৈয়দ কোম্পানির ট্রলারে ধরা পড়া লাল পোয়া মাছটি ওজনে ৩৭ কেজি এ মাছটি সাড়ে ৩ লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে। 

কুতুবদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল আমিন জানান, এই ধরনের পোয়া মাছ গুলো সহজে পাওয়া যায় না, এ মাছ সাগরের গভীরে থাকে, ভাগ্যক্রমে জেলেদের জালে ধরা পড়ে। পোয়া মাছের 'পদনা'র চাহিদা থাকায় বেশি দামে বিক্রি হয়ে থাকে।