দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করতে নেতাকর্মীরা প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন। তিনি বলেন, গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে বিএনপি অনেক আগে থেকেই কাজ করছে। যে অবস্থানেই থাকুক না কেন বিএনপি জনকল্যাণে কাজ করে যাবে। রোববার (১ ডিসেম্বর) বিকেলে কাঞ্চনা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে শেখ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভয় দেখিয়ে নয়; উদারতা দিয়ে, ইতিবাচক কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। সে অনুযায়ী বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে এক হয়ে মাঠে থেকে কাজ করতে হবে। রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আরো বলেন, দলে কোনো অনুপ্রবেশকারীর স্থান হবে না। এসময় সকলকে জনগণের পাশে থেকে তাদের আস্থা অর্জনের আহ্বান জানান।
ভারতে পতিত স্বৈরাচার সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা ষড়যন্ত্রে লিপ্ত। দেশপ্রেমিক ছাত্র-জনতাকে তাই থেমে গেলে চলবে না, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়ে অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা নির্যাতন নিপীড়ন খুন-গুম ধর্ষণ করেছে, একটি ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল, তাদের দ্রুত আইনের আওতায় আনুন। শেখ হাসিনাকে অতিদ্রুত বাংলাদেশের মাটিতে এনে বিচার করুন।
খোরশেদুল আলম ও মোহাম্মদ আরিফের যৌথ সঞ্চালনায় এবং সৈয়দ নূর সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় এস এম গিয়াস উদ্দিন, নওয়াব মিয়া, জসিম উদ্দিন আব্দুল্লাহ, এড. রহমান রিটু, আবু তাহের বিএসসি, মিজানুর রহমান, জান্নাতুল নাঈম রিকু, অধ্যাপক রমজান আলী, এড. দেলোয়ার, এড. সাইফুল, মাহমুদুর রহমান মান্না, নুরুল আবছার, আবুল হোসেন, ফেরদৌস সিকদার, হাছান আলী, সাজেদুল আলম মিন্টু, ইব্রাহিম, আহমদ ছৈয়দ, এড. টিপু, জোনাইদুল হক চৌধুরী মকসুদ, ওমর আমিন, আমিনুল ইসলাম, এরশাদুল করিম, জাফর, নবী, নূর হোছাইন, মাবুদ, শাহাদাত, শহীদ, নাজিমসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।