আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

হালদায় ৪ টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ ও অর্থদন্ড

হাটহাজারী প্রতিনিধি: | প্রকাশের সময় : সোমবার ৭ নভেম্বর ২০২২ ০৫:৫৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান চালিয়ে ৪ টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ সহ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। সোমবার (৭ নভেম্বর) সকালে হালদা নদীর হাটহাজারীর উত্তর মাদার্শা ও রাউজান অংশের খলিফাঘোনা থেকে ৪ টি বালুবাহী ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।উক্ত অভিযানে দফাদার মো. মূসা ওগ্রাম পুলিশ আদিল সহযোগী করেন। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর মাদার্শা এলাকায় এ অভিযানের প্রস্তুতি নেয়া হয় এবং সোমবার সকাল ৮ টা'য় নৌকাগুলো আটক করা হয়। নৌকা থেকে ইঞ্জিন খুলে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়েছে। ইঞ্জিনবিহীন নৌকাগুলো সংশ্লিষ্ট মালিকগণকে ভবিষ্যতে ইঞ্জিন ব্যবহার না করার শর্তে মুচলেকা দিয়ে হস্তান্তর করা হয়।হালদা নদীতে মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশনায় হাটহাজারী উপজেলা প্রশাসন কঠোর তদারকি অব্যাহত রাখবে।