সরকারি সেবা সহজীকরণের লক্ষ্যে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে হাটহাজারীতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ৪নং গুমানমর্দ্দন ইউপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ওই শুনানীতে জনগণের বিভিন্ন বিষয়ে অভিযোগ ও সমস্যার সমাধান করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের সভাপতিত্বে গণশুনানিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন সিকদার, সমাজসেবা বিষয়ক কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নাবিল ফারাবি, প্রকৌশলী জয়শ্রী দে, নির্বাচন কমিশন কর্মকর্তা সাইয়েদ মো. আনোয়ার খালেদ, নারী ও শিশু নির্যাতন দমন বিষয়ক কর্মকর্তা এস এম জিন্নাত সুলতানা, হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আমিনুল ইসলাম ও গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মুজিবুর রহমানসহ স্থানীয় ইউপি সদস্য, গ্রাম পুলিশ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ।