আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

হাটহাজারীতে শিশু কিশোরী হেফাজতীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হাটহাজারী প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৫ সেপ্টেম্বর ২০২৩ ১০:৫৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

হাটহাজারী উপজেলার ফরহাদাবাদে অবস্থিত সেফ হোমে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে মহিলা ও শিশু-কিশোরী হেফাজতীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫সেপ্টেম্বর)দুপুর তিনটায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ায় ক্লাব এর সভাপতি এবং সাইকোলজিস্ট ও সিবিটি প্র‍্যাকটিশনার তানজিয়া রহমান।এছাড়াও উক্ত কর্মশালয় আরো উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান,চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফরিদুল আলম, চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও রশ্মি চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ,সেফ হোমের উপ-তত্তাবধায়ক আলমগীর হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দরা।

375197600_201482292938999_4375369766930366037_n

কর্মশালায় সেফ হোমে মহিলা ও শিশু-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের বিভিন্ন বিষয়ের সমস্যা ও সমাধানের উপায়ের উপর আলোকপাত করেন প্রধান অতিথি।এছাড়াও তিনি নিবিড়ভাবে একান্তে প্রত্যেকের কাছ থেকে আলাদা করে তাদের সমস্যা ও অসুবিধার বিষয়ে সার্বিক খোজ খবর নেন। ভাষা শিক্ষা ,কম্পিউটার ,সেলাই ও দক্ষতামূলক প্রশিক্ষণ এর উপর গুরুত্ব আরোপ করেন প্রধান অতিথি। তিনি চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাব এর পক্ষ থেকে সেফ হোম এ ২ টি সেলাইমেশিন ,২টি ক্যারামবোর্ড ও শিশুদের জন্য খেলাধুলার সামগ্রী এবং শেখ রাসেল প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের বালিকার জন্য ২টি সেলাইমেশিন ও ক্যারামবোর্ডে এবং বালকদের ও সরকারি শিশু পরিবার এর জন্য খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।