চট্টগ্রামের হাটহাজারী -নাজিরহাট মহাসড়কে ঝুঁকিপূর্ণভাবে নির্মাণ সামগ্রী রাখার অপরাধে ২ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যায় মহাসড়কের চারিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম বলেন, মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনের মাধ্যমে নিরাপদ মহাসড়ক নিশ্চিতকরণে জেলা প্রশাসক এর কঠোর নির্দেশনা রয়েছে। তারাই ধারাবাহিকতা অভিযান পরিচালনা করে বালু আনলোড করা অপরাধে মো. শাহজাহানকে ২০ হাজার টাকা ও ঝুঁকিপূর্ণভাবে নির্মাণ সামগ্রী রাখার অপরাধে নুরুল আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। অভিযানে হাটহাজারী মডেল থানার একটি টিম সহযোগিতা করেন।