আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

হাটহাজারীতে বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

হাটহাজারী প্রতিনিধি: | প্রকাশের সময় : বুধবার ৮ ফেব্রুয়ারী ২০২৩ ১১:০৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের মরিয়ম তাহসিন আকতার (১৭) নামে এক শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করেছেন উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বাল্যবিবাহ বন্ধনকরেন। তাহসিন গড়দুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম বলেন, গত ৭ ফেব্রুয়ারি গড়দুয়ারা বহুমুখী উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির এক শিক্ষার্থী উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে একটি আবেদন করেন। আবেদনে বিস্তারিত তথ্যের পাশাপাশি ২০২৪ সালে তাহসিনের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের আকুতির কথাও জানায় তার সহপাঠীরা। এ প্রেক্ষিতে মেখল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যের মাধ্যমে তাহসিনের মাতা শামসুন্নাহারকে ইউএনও কার্যালয়ে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকার করেন ও ভবিষ্যতে কন্যাকে পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত বিয়ের চেষ্টা করবেন না বলে মুচলেকা প্রদান করেন। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সদস্যকে দায়িত্ব দেয়া হয়েছে।