আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

হাটহাজারীতে পুলিশিং ডে অনুষ্ঠিত

মাহমুদ আল আজাদ হাটহাজারী প্রতিনিধি: | প্রকাশের সময় : শনিবার ২৯ অক্টোবর ২০২২ ০১:২৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

কমিউনিটি পুলিশিংয়ের মুলমন্ত্র, শান্তি শৃংখলা সর্বত্র এ প্রতিপাদ্য নিয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ। প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালন করা হয়। প্রতি বছরের মতো এবারও হাটহাজারী মডেল থানার আয়োজনে শনিবার (২৯ অক্টোবর) ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় মডেল থানা থেকে র‌্যালি বের হয়ে বাস-স্টেশন জিরো পয়েন্ট ঘুরে আবারো থানায় এসে র‌্যালিটি শেষ হয় । র‌্যালি শেষ থানার অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং ডে’ থানার তদন্ত কর্মকর্তা রাজিব শর্মার সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমিন সবুজের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম,ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী,হাটহাজারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম,প্রেস ক্লাব সভাপতি কেমব কুমার বড়ুয়া,নাজিরহাট কলেজের সাবেক অধ্যক্ষ নুর হুদা,চেয়ারম্যান সমিতির সভাপতি সরওয়ার মোরশেদ তালকদার,সাধারন সম্পাদক আবুল মনছুর,মেখল ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন,ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু,গুমানমর্দ্দন ইউপি চেয়ারম্যান মুজিবুল হক,শিকারপুর ইউপি চেয়ারম্যান আবদুল খালেক। এসময়,মুক্তিযোদ্ধা,রাজনৈতিক ব্যাক্তি,সামাজিক ব্যাক্তি,সাংবাদিক, জনপ্রতিনিধি,পুলিশ সদস্য সহ সর্বসাধারণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।