হাটহাজারীতে একটি মুরগির ফার্মে অগ্নিকান্ডে ১ হাজর মুরগি এবং মজুদকৃত মুরগির খাবার অাগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) হাটহাজারী পৌরসদরের আলীপুর এলাকায় নুরুল আলম মেম্বারের বাড়ির একটি মুরগির ফার্মে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , সাইফুল ইসলামের বসত ঘরের তিন তলার ছাদে মুরগির ফার্মটিতে রবিবার ভোর পাঁচটার দিকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারদিক ছড়িয়ে পড়ে। এতে খামারে থাকা ৪০০-৫০০ গ্রাম ওজনের এক হাজার মুরগিসহ মজুতকৃত মুরগির খাবার ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।
ক্ষতিগ্রস্থ মুরগি ফার্মের মালিক মো. সাইফুল ইসলাম জানান, বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে তিনি এই ফার্ম গড়ে তুলেছিলেন। অগ্নিকাণ্ডে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের লিডার মো. সাদেক হাসান জানান, আমরা ত্রিফল নাইনে কল পেয়ে দ্রুত দুইটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌছায়। ততক্ষণে আগুনে পুড়ে ফার্মের সবকিছু ছাই হয়ে যায়।