আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১
হাটহাজারীতে আওয়ামীলীগের শান্তি সমাবেশে

সন্ত্রাসী কার্যকলাপ করে ক্ষমতায় যাওয়া যাবে না: এম এ সালাম

হাটহাজারী প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ২৯ অক্টোবর ২০২৩ ০৫:৫৮:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে হাটহাজারী উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতারা শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছে।রবিবার (২৯ অক্টোবর) সাড়ে ১২টার দিকে সদরের বাস-স্টেশন জিরোপয়েন্ট এলাকার ইদ্রিস  টাওয়ারের নিচে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম নেতাদের উদ্দেশে বলেন, একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা পায়তারা করছে। বর্তমান সরকার প্রধান দেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রানায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়।

 

তাই জমাাত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানানো হয়।

 

এম এ সালাম আরো বলেন,আজকের পদ্মাসেতু বঙ্গবন্ধু টানেল কার জন্য করেছে শুধু আওয়ামী লীগের জন্য নাকি।না পদ্মাসেতু বঙ্গবন্ধু টানেল দিয়ে বিএনপি জামায়াত নেতাকর্মীরা যাওয়া আসা করবেনা।এ উন্নয়ন শুধু আওয়ামী লীগের জন্য নয় দেশের জনসাধারণের জন্য।বর্তমান দেশের পরিস্থিতি নিত্যপন্যের দাম শুধু এ দেশে নয়,বিভিন্ন রাষ্টে একই অবস্থা।অর্থনৈতিক মন্দা সব রাষ্টে।এখানে শুধু বিএনপি জামায়াত নিত্যপণ্য দাম দিয়ে ক্রয় করছে নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরাওতো  দাম দিয়ে ক্রয় করছে।আওয়ামী লীগ থেকে কি দাম কম নিচ্ছে।

 

 

উক্ত শান্তি সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আজম উদ্দিন ও সৈয়দ নুরুল আলমের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সোহারব হোসেন চৌধুরী নোমান। এসময় তিনি বলেন,

হরতালের ডাক দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করে সংবিধান বহির্ভূতভাবে আর ক্ষমতায় যাওয়া যাবে না। এ দেশে আর কখনো সংবিধান বহির্ভূত ভাবে নির্বাচন হবেনা। তাই বাংলার মানুষ স্বাধীনতা বিরোধী কাউকে আর কখনো ক্ষমতায় নিয়ে আসবেনা। তাই দেশের শান্তিময় পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে রাজনৈতিক ভাবে উচিত জবাব দেওয়া হবে।আগামীতে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশরত্ন শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজপথে নেতাকর্মীদের উপস্থিত থাকতে আহবান করেন।

 

এদিকে সকাল থেকে চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি রাঙ্গামাটি মহা সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা যায়নি।পাশাপাশি বিএনপির ডাকা হরতালে সড়ক মহাসড়কে বিএনপি জামায়াতের কোন নেতাকর্মীকে পিকেটিং মিছিল গণ জমায়েত বা সমাবেশও করতে দেখা যায়নি।ভোর ৬টা থেকে হরতালের নাশকতা ঠেকাতে গুরুত্বপূর্ণ স্পটে পুলিশের টহল ছিল দেখার মত। অপ্রীতিকর ঘটনার কোন সংবাদ পাওয়া যায়নি।

 

 

এসময় আরো বক্তব্য রাখেন,অধ্যাপক মঈনুদ্দিন,মো সেলিম উদ্দিন,নুর উদ্দিন জাহেদ,উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস এম রাশেদুল আলম, নুরুল আলম বাসেক,সরোয়ার মোর্শেদ তালুকদার,মোর্শেদুল আলম চৌধুরী,ইকবাল বাহার,এড.মোহাম্মদ শামীম,এড.মোঃ জাবেদ,শফিকুল আলম হেলাল,মো: হারুনুর রশিদ,এস এম নোমান

আকতার হোসেন সুমন চেয়ারম্যান,মজিবুর রহমান,ছালাউদ্দিন চৌধুরী প্রমুখ। এসময় উপজেলার স্থানীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।