সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে পাচারকালে জীপগাড়িসহ কাঠ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় অবৈধভাবে কাঠ কাটা ও পরিবহনের অপরাধে পৌরসদরের সন্দ্বীপ পাড়া এলাকার মোঃ আলমগীরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম এ অভিযান পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হাটহাজারী পৌরসদরের পশ্চিমে দুর্বৃত্তরা সংরক্ষিত বনাঞ্চল থেকে রাতের আঁধারে গাছ কেটে তা বিভিন্ন স্থানে লুকিয়ে রাখে। পরে কৌশল ও সময় সুযোগ বুঝে ঐ কাঠ স্থানীয় করাতকলগুলোতে পৌছে দেওয়ার খবর পেয়ে ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এদিকে অভিযানের সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম জানান, অবৈধভাবে কাঠ কাটা ও পরিবহনের দায়ে বন আইন ১৯২৭ এর ২৬(১ক) ধারায় দোষী সাব্যস্থ করে মোঃ আলমগীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত প্রায় ৪০ হাজার টাকা মূল্যের আকাশমণি কাঠ স্থানীয় বনবিভাগে হস্তান্তর করা হয়েছে।