আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১
রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্ট

মিরসরাইয়ে হাজারো দুস্থ পরিবারের হাতে তুলে দিলো ইফতার সামগ্রী

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : বুধবার ১৩ মার্চ ২০২৪ ০৮:০২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রামের মিরসরাইয়ের রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্ট এলাকার হাজারো দুস্থ মানুষের হাতে তুলে দিলো ইফতার সামগ্রী। বুধবার (১৩ মার্চ) প্রতিবছরের ন্যায় এবারও রমজানের দ্বিতীয়দিন উপজেলার মিঠাছরা ও এর পাশ^বর্তী এলাকার হতদরিদ্র এক হাজার দুঃস্থ মানুষের মাঝে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করে বিশিষ্ট সংগঠক, সাবেক ফুটবলার ও ব্যবসায়ী মরহুম রিদোয়ান কবিরের নামে প্রতিষ্ঠিত এ সেবাধর্মী প্রতিষ্ঠান। 

জানা গেছে, উপজেলার মিরসরাই সদর ইউনিয়ন, মিরসরাই পৌরসভার আংশিক ও দুর্গাপুর ইউনিয়নের আংশিক এলাকার মোট ১ হাজার পরিবারকে তেল, চিড়া, ছোলা, চিনি ও মুড়ি বিতরণ করা হয়।  

ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে মরহুম এম রিদোয়ান কবিরের পিতা মাস্টার শামছুল আলম, মরহুমের স্ত্রী ও সমাজকর্মী রাশেদা আক্তার মুন্নী, মরহুমের দুই ভাই মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন ও মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্রাস্ট পরিচালনা পরিষদের সাথে যুক্ত থাকা মরহুম রিদোয়ান কবিরের দুই ভাই মো. এমরান উদ্দিন ও মো. সাইফুল ইসলাম জানান, তার বড় ভাই জীবদ্দশায় এসব সেবামূলক কাজ চালু করেন। ২০০৯ সালে একটি সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হলে তার পরিবার ট্রাস্ট গঠন করে এ ধরণের সেবার পরিধি আরো বাড়িয়েছেন। এ ট্রাস্টের অধীনে অনেকগুলো সেবামূলক কাজ করা হয়। 

উল্লেখ্য, ২০০৯ সালের (২৪ আগষ্ট) দ্বিতীয় রমজান ঢাকা যাওয়ার পথে কুমিল্লার বুডিচং থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান সমাজ সেবক, ফুটবলার ও রাজনীতিবিদ মোহাম্মদ রিদোয়ান কবির মিয়াসাব। তিনি জীবদ্দশায় বাংলাদেশ পেট্্েরাল পাম্প ওনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে তাঁর স্মৃতি রক্ষার্থে পরিবারের পক্ষ থেকে এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্ট গঠন করা হয়। ট্রাস্ট থেকে নিয়মিত খাদ্য সামগ্রী বিতরণ প্রতিবছর অসহায় মানুষদের চিকিৎসা, গরিব পরিবারের মেয়ের বিয়েতে সহযোগিতা, গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ, দুই ঈদে অসহায় পরিবারকে ঈদ উপহার, অসচ্ছল দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় সহযোগিতা করাসহ নানা সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।