আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধের চেতনা বিষয়ক ও ধর্মীয় বই বিতরণ

হযরত শাহ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) ১৫ তম ওরশ

Author Thedaily Shangu | প্রকাশের সময় : সোমবার ৭ অগাস্ট ২০২৩ ০৬:৫৩:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফের আধ্যাত্নিক সাধনার প্রাণ পুরুষ উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলন এর অন্যতম পুরোধা ব্যক্তিত্ত সৈয়দুল আজম হযরত হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) এর  যোগ্যতম উত্তরসুরী ও সাহেব জাদা একাত্তরের মহান মুক্তিযোদ্ধের সংগঠক পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত,মুরশীদে বরহক  কুতুবে জমান  হযরত মাওলানা শাহ মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) এর ১৫ তম ওরশ শরীফ মহান ২০ মহররম ওরশ শরীফ উপলক্ষে বেতাগী আনজুমানে রহমানিয়ার পক্ষ হতে ৪ দিন ব্যাপী বর্ণাঢ্য ব্যাপক কর্মসূচীর ৩য় দিনে ৭ আগষ্ট,২০২৩, সোমবার, বিভিন্ন কলেজ ,মাদ্রাসা ও বিদ্যালয়ে এবং রাঙ্গুনীয়া প্রশাসনের দপ্তরে বঙ্গবন্ধু, একাত্তরের মহান মুক্তিযোদ্ধের ইতিহাস ও চেতনা সমৃদ্ধ বই ও আহলে সুন্নাত ওয়াল জমায়াত এর আকিদা ভিত্তিক ধর্মীয় কিতাবাদী ও তাফসির বিতরণ কর্মসূচীর উদ্ধোধন করা হয় । কার্যক্রমের শুভ উদ্ধোধন ঘোষনা করেন বাংলাদেশের হিজরী নববর্ষ উদযাপনের প্রাতিষ্ঠানিক রুপকার ও পরিষদের চেয়ারম্যান দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) । এতে উপস্থিত ছিলেন বেতাগী আনজুমানে রহমানিয়ার ভাইস প্রেসিডেন্ট ও দরবার এ বেতাগী আস্তানা শরীফের মোন্তাজেম আহমদ উল্লাহ জিয়াউর রহমান আবু শাহ, বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদরাসার অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী, উপাধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন আবেদী, শিক্ষক মাওলানা আবু জাফর বাদশা, মাওলানা হাফিজুর রহমান ,মাওলানা দিদারুল আলম,মাস্টার মোহাম্মদ সেলিম, মাস্টার মোহাম্মদ শাহজালাল, মাওলানা মুহাম্মদ আলী নঈমী,মাওলানা সৈয়দুর রহমান,মোহম্মদ হাসান,মাওলানা আবদুস সালাম, ,মোহাম্মদ আলী আকবর, বেতাগী আনজুমানে রহমানিয়ার কেন্দ্রীয় পরিষদের সদস্য আলহাজ্ব দলিলুর রহমান, হাজী আবুল কালাম,মমতাজ উদ্দিন, মোহাম্মদ ইয়াকুব আলী, ডাঃ মোহাম্মদ ইউসুফ, নজরুল ইসলাম চৌধুরী, শাহজাদা বদরুদ্দিন মুহাম্মদ মহিউদ্দিন জিলি, বেতাগী আনজুমানে রহমানিয়া মধ্য বেতাগী শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মফিজুল হক, সাইফুল আলম,মীর আহমদ এবং মাদরাসার ছাত্র ছাত্রী বৃন্দ ।
আগামীকাল কার্যক্রমের ৪র্থ দিন  এবং প্রধান দিবস ৮ আগষ্ট ,২০২৩ ,মঙ্গলবার, মহান ২০ মহররম এর ওরশ শরীফের মূল কার্যক্রম অনুষ্টিত হবে। দিনব্যাপী কার্যক্রমের মধ্যে রয়েছে  পবিত্র খতমে কোরআন শরীফ , খতমে তাহলীল শরীফ,খতমে ইউনুছ,খতমে সূরা ইখলাস, খতমে খাজেগান শরীফ, খতমে গাউছিয়া শরীফ  ও বেলা ৩টা থেকে হুজুর কেবলার জীবনী আলোচনা,প্রখ্যাত ওলামায়ে কেরামগনের ওয়াজ নছিহত, মিলাদ মাহফিল  ও রাত ১০টায় আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ । উক্ত ওরশ শরীফে এবং সকল কার্যক্রমে  হুজুরের আত্নীয় স্বজন,ভক্ত মুরদিান ও দেশবাসীকে উপস্থিত হয়ে হুজুরের ফয়ুজাত হাসিল করার জন্য দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন ।