আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

স্বেচ্ছাসেবার খুঁটিনাটি ও ব্যাস্থাপনা কৌশল বইয়ের মোড়ক উন্মোচন

ইলিয়াছ ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : রবিবার ৪ ডিসেম্বর ২০২২ ০৬:০৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

 

স্বেচ্ছাসেবকদের মান উন্নয়নের জন্য লিখা সীতাকুন্ডের সন্তান বখতিয়ার এর রচিত প্রথম বই "স্বেচ্ছাসেবার খুঁটিনাটি ও ব্যাস্থাপনা কৌশল" এর মোড়ক উন্মোচন করা হয়। ৩ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় সীতাকুণ্ড মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে শিক্ষাবিদ, মানবিক ও বিশিষ্ট ব্যাক্তিবর্গের উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচিত হয়৷ এতে সোহেল হোসেন মুন্নার সঞ্চালনায় ও লায়ন মো. গিয়াস উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির আসনে ছিলেন ফেনী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোঃ ফসিউল আলম। এবং প্রধান আলোচক ছিলেন মানবিক পুলিশ খ্যাত মানিব সওকত হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মোঃ ইউছুফ নবী, খোরশেদ আলম, শিক্ষক আবু জাফর মোহাম্মদ ছাদেক সহ সীতাকুন্ডের বিভিন্ন সামাজিক সংগঠনের পরিচালক ও প্রতিনিধিগণ। প্রধান অতিথি তার বক্তব্যে বইটি সম্পর্কে বলেন, এই বইটির লেখন তার দার্শনিকতার পরিচয় দিয়েছেন। তার অভিজ্ঞতার দারুণ ভাবে প্রতিফলন করেছেন এই বই এ। মোঃ বখতিয়ার হোসেন সীতাকুন্ডের সন্তান হয়ে সমগ্র বাংলাদেশের স্বেচ্ছাসেবকদের উন্নয়নের জন্য এই বই রচনা করে দারুণ একটি সূচনা করেছেন। প্রধান আলোচক এর মতে বইটি স্বেচ্ছাসেবকদের জন্য একটি অনবদ্য সৃষ্টি। এমন বই বাজারে তেমন একটি নেই তবে সীতাকুন্ডের ছেলে বখতিয়ারের প্রথম এই বইটি স্বেচ্ছাসেবকদের গাইড লাইন হিসেবে কাজ করবে৷ এই বইয়ের মাধ্যমে সে সীতাকুন্ডবাসীকে গর্ভিত করেছেন