আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

স্বামীর হত্যাকারীদের সাথে আপোষের অভিযোগ স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ০৮:৩২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারায় আলোচিত জালাল উদ্দিন হত্যাকারীদের সাথে মামলার বাদী আপোষ করে জামিনের অভিযোগ করেছেন নিহত জালাল উদ্দিনের স্ত্রী খুরশিদা বেগম। গত ১৯ অক্টোবর চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কাছে ও ১০ অক্টোবর আদালতে এ অভিযোগ করেন তিনি। গত ১৪ জুলাই ভোরে উপজেলার জুইঁদন্ডী ইউনিয়নের মাছ ব্যবসায়ী জালাল উদ্দিনকে হাজিগাঁও শোলকাটা এলাকায় মাছ বিক্রি করতে যাওয়ার সময় নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় জালাল উদ্দিনের বড় ভাই জামাল উদ্দিন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ ও ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

নিহত জালাল উদ্দিনের স্ত্রী খুরশিদা বেগম বলেন, স্বামীকে হত্যার পর আমি নাবালক তিন সন্তান নিয়ে দুঃখে কষ্টে দিন অতিবাহিত করছি। কিন্তু দুঃখের বিষয় আমার স্বামীর ভাই ও মামলার বাদী জামাল উদ্দিন আসামীদের সাথে অর্থের মাধ্যমে মামলার আপোষ করে বিজ্ঞ আদালতে আপোষনামা দাখিল করলে আসামীরা জামিনে মুক্তি পান। পরে আমি গত ১০ অক্টোবর আদালতে বাদী পরিবর্তনের আবেদন করে দরখাস্থ দাখিল করলে আদালত সন্তুষ্ট হয়ে আবেদনটি নথিতে রাখার নির্দেশ দেন। একই সাথে আমি মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের আবেদনও করেছি। আমি স্বামী হত্যার বিচার চেয়ে পুলিশ সুপারের কাছে আবেদন করেছি।

তবে মামলার বাদী ও অভিযুক্ত জামাল উদ্দিন এ অভিযোগ অস্বীকার করেন বলেন, মামলার আসামীদের সাথে আমি কোন ধরনের আপোষ করিনি।