দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২(ফটিকছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী হোসাইন মোহাম্মদ আবু তৈয়বের তরমুজ প্রতীককে জেতাতে মরিয়া হয়ে প্রচারণায় নেমেছেন বাগানবাজারের ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজু। গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে তার বিশালকর্মী বাহিনী নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। ফটিকছড়ির ভোটব্যাংক খ্যাত বাগানবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক করছেন তিনি।
৩ জানুয়ারী(বুধবার) বিকেলে প্রায় ৪ শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে ইউনিয়নের হলুদিয়া, আঁধার মানিক চা বাগান, নলুয়া, রামগড় চা বাগান, গার্ডের দোকান, নতুন বাজারসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে আবু তৈয়বের তরমুজ মার্কার সমর্থনে জোরেশোরে প্রচারণা চালাতে দেখা যায়। চেয়ারম্যান সাজু কয়েকটি স্থানে মহিলাদের সাথে উঠান বৈঠক ও পথসভা করেন।
এসময় চেয়ারম্যান সাজু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবু তৈয়ব বিজয়ী হয়ে আব্দুল্লাহপুর থেকে বাগানবাজারের অবহেলিত জনপদের কথা বলবেন। তিনি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন বাগানবাজার ইউনিয়নে ৭২ কোটি টাকার কাজ করেছেন। মসজিদ মন্দিরে ব্যাপক উন্নয়ন করেছেন। সাজু নিজেকে আবু তৈয়বের কর্মী দাবী করে তারমতো শতশত কর্মী তরমুজ মার্কার সমর্থনে দিনরাত প্রচারণা চালাচ্ছেন বলে জানান। তিনি নৌকার প্রার্থী সনির সমালোচনা করে বলেন, সনি মহিলা এমপি, কিন্তু তিনি বাগানবাজারের কোথাও এক পয়সারও উন্নয়ন করেননি। কোন মসজিদ মন্দিরে এক টাকার দান অনুদান দিতে আসেননি। প্রক্ষান্তরে স্বতন্ত্র প্রার্থী আবু তৈয়ব মানুষের সুখে দুঃখে পাশে ছিলেন।
আওয়ামী নেতা কোরবান আলী সাহেব, উপজেলা সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সরকার, ইউনিয়ন যুবলীগ নেতা ডাঃ আমজাদ হোসাইন সরকার, ব্যবসায়ী মিলন, ছাত্রলীগ নেতা খালেদ মাহমুদ সুজন, নিশান মনির, যুবলীগ নেতা রমজান আলী, শাহজাহান, শাহীন, রাজা, রুবেল প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।