দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের তরমুজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হোসাইন মো. আবু তৈয়ব বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী এবার স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার সুযোগ দিয়েছেন। এ সুযোগকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে কাজ করার নিয়তে একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছি।
মঙ্গলবার ফটিকছড়ির হারুয়ালছড়ি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এ কথা বলেন। তরমুজের প্রার্থী আবু তৈয়ব বলেন, অনেক ঘাত প্রতিঘাত হজম করে তৃনমুল পর্যায় থেকে এই অবস্থায় এসেছি। মানুষ আমাকে ভালোবাসে। জনগণ মনে করে আমি তাদের জন্য কিছু করতে পারব। তারা আমাকে এমপি হিসেবে দেখতে চায়। আমি যতদিন উপজেলা চেয়ারম্যান ছিলাম ততদিন সবার জন্য ২৪ ঘন্টা আমার অফিসের দরজা খোলা ছিল। আমি যদি এমপি হই আমার ঘরের দরজা সবার জন্য খোলা থাকবে। আমি সেবাকে ইবাদত হিসেবে নিয়েছি, তাই প্রার্থী হয়েছি।
সুন্দর ও মডেল ফটিকছড়ি গড়ে তুলতে তরমুজ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করতে আহবান করেন তিনি।'
এসময় তিনি হারুয়ালছড়ি ইউনিয়নের আমানবাজার, সুজানগর, রাঙ্গাপানি চা বাগান, হাজারীখিল বাজার, বড়বিল নয়াহাট বাজার, বা্শিঁ মহাজনহাটসহ ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় দিন ব্যাপি গণসংযোগ ও পথ সভায় অংশ নেন তিনি।