‘আইনি জটিলতায় প্রার্থীতা বাতিল করা হয়। পরবর্তীতে কোর্টের রায় পেয়ে প্রার্থীতা ফিরে পায়। এরপরও প্রার্থীতা বাতিলে চলছে ষড়যন্ত্র। কিন্তু যতই ষড়যন্ত্র হোক কখনো পিছ পা হব না। এরমধ্যে কয়েকজন প্রতিদ্বন্ধি নানাভাবে হুমকি দমকি দিতে শুরু করেছে। ভোটের দিন ঈগলের এজেন্ড দেয়ার কোনো সুযোগ থাকবে না।’ এ ধরনের নানান চাপ নিয়ে জনগনের সেবায় নির্বাচন করতে নেমেছেন বলে সাংবাদিকদের জানান ঈগল মার্কা নিয়ে নির্বাচনে অংশ গ্রহনকারী সতন্ত্র প্রার্থী মো. ইমরান।
বুধবার দুপুরে সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন,‘ আমাদের পেট ভরা, তাই জনপ্রতিনিধি হয়ে পেট ভরাব চিন্তা নেই। পারিবারিক ঐতিহ্য নিয়ে জনগনের সেবা করছি। নির্বাচিত হয়ে শতভাগ সেবা করে যাব। সমস্য দুর করে সম্ভবনার সকল দুয়ার খুলে দিয়ে সীতাকুন্ডকে স্মার্ট বাংলাদেশে রুপ দিতে সক্ষম হব। সততা ও নিষ্ঠার সাথে কাজ করে দুর্নীতির পথ বন্ধ করা হবে বলে প্রতিদ্বন্ধি প্রার্থীরা ভয় করছে।’ সকলের সহযোগীতা ও ভোটাররা ভোট কেন্দ্রে পৌছতে পারলে জয় লাভ করতে পারব ইনশাল্লা।